খুলনায় করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু
খুলনার তিন হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। খুলনার ১৩০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এর মধ্যে ১১ জন করোনা পজিটিভ ছিলেন। অপর একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজন হলেন বাগেরহাটের লাবনী আক্তার (৪২), ফারুখ আহমেদ (৭০), খুলনার মনি হালদার (৪০) ও যশোরের মশিউর রহমান (৬৫)।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ইউনিটে চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন নড়াইলের আবদুল বারী (৬৩), জিল্লুর রহমান (৩৮), যশোরের আবদুল হামিদ (৭০) ও গোপালগঞ্জের মরিয়ম বেগম (৭০)।
অপরদিকে, খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. কাজী রাশেদ জানান, হাসপাতালটিতে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা তিনজনই খুলনার বাসিন্দা। মৃত ব্যক্তিরা হলেন জহুরুল হক (৭৩), চাঁন মিয়া (৬৯) ও আবুল কালাম (৪৬)।
এদিকে, খুমেকে গত ২৪ ঘণ্টায় মোট ৫৬৫ জনের নমুনা পরীক্ষায় ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকারা ৩৮ দশমিক ৯৪ শতাংশ। এর মধ্যে খুলনার ৫০১ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ১২ শতাংশ।