মাদারীপুরে পুলিশ সদস্য ছেলের সামনে কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল মায়ের
মাদারীপুর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছেলের সামনেই কাভার্ডভ্যানের চাপায় নিহত হলেন মা রোজী জালাল। এ সময় ছেলে মাহফুজুর রহমানও আহত হন। আজ বুধবার দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের বড় ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোজী জালাল (৪৫) বরগুনা জেলার পুলিশ লাইন এলাকার জালাল আহম্মেদের স্ত্রী। আহত পুলিশ সদস্য মাহফুজুর রহমান ঢাকার বাড্ডা থানার কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে ঢাকা থেকে মোটরসাইকেলে বরগুনায় ফিরছিলেন পুলিশ সদস্য মাহফুজুর ও তাঁর মা। তারা মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আইয়ান জুট মিলসের একটি কাভার্ডভানে সঙ্গে সংঘর্ষ হয়। এতে মা ও ছেলে দুইজনই সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি মা ও ছেলেকে চাপা দেয়। এতে রোজী জালাল ঘটনাস্থলে নিহত হন। এ সময় ছেলে মাহফুজুর রহমান গুরুতর আহত হন। পালিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানটিকে স্থানীয় আটক করে।
এদিকে, মাহফুজুরকে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং কাভার্ডভ্যানটিকে জব্দ করেছি।’