কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯
করোনা সংক্রমণ প্রতিরোধে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় চলছে দশম দিনের লকডাউন। পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৮১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ শতাংশ।
শেষ ২৪ ঘণ্টায় জেলায় চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২০৬ জনের মৃত্যু হলো।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে গত এক মাসেই (২৯ মে থেকে ২৯ জুন) মারা গেছে ৯৪ জন। আগের ১৪ মাসে মারা গেছে ১১২ জন।
জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যুর হার। এর পরও মানুষ ঘরে থাকতে চাচ্ছে না। বিভিন্ন অজুহাতে তারা গ্রাম থেকে শহরে আসছে। পুলিশ শহরের বিভিন্ন প্রবেশ মুখে বাঁশ বেঁধে চেকপোস্ট বসিয়ে শহরমুখী মানুষকে ঠেকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে গতকাল মঙ্গলবার দিনব্যপী জেলার ছয়টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ১৭ জনের কাছ থেকে ৬৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছেন।
করোনা সংক্রমণ প্রতিরোধে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০ জুন দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া সাতদিনের লকডাউন ২৭ জুন রাতে পহেলা জুলাই পর্যন্ত বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।