লা লিগার নতুন মৌসুমের সূচি প্রকাশ
লা লিগার নতুন মৌসুমের সূচি প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আগামী ১৫ আগস্ট শুরু হবে ইউরোপের ফুটবলের অন্যতম জনপ্রিয় আসরটি। নতুন মৌসুমের শুরুর দিনই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ বড় বড় দলগুলো।
ঘরের মাঠে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের লড়াই শুরু করবে বার্সা। এ ছাড়া আসরের প্রথম এল ক্লাসিকোও হবে ন্যু-ক্যাম্পে। রিয়াল মাদ্রিদ নিজেদের শুরুর কয়েক ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে।
প্রথম রাউন্ডে প্রতিপক্ষের মাঠে খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদও। সেল্টা ভিগোর মাঠে শুরু হবে চ্যাম্পিয়নদের লা লিগার মিশন। ভ্যালেন্সিয়ার প্রথম ম্যাচ গেটাফের বিরুদ্ধে।
দশম রাউন্ডে হবে লিগের প্রথম এল ক্লাসিকো। আগামী ২৪ অক্টোবর ন্যু-ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। দ্বিতীয় এল ক্লাসিকো হবে আগামী বছর। ২০২২ সালের ২০ মার্চ ২৯তম রাউন্ডে রিয়ালের মাঠে লড়বে বার্সা।
১৭তম রাউন্ডে মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাথলেতিকো। ৩৫তম রাউন্ড শেষে হবে দুদলের ফিরতি লেগ। সেটা হবে আগামী বছর ৮ মে।