ক্রিকইনফোর মতে, ‘বাজে আচরণের রাজা’ সাকিব
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। বলা হচ্ছে সাকিব আল হাসানের কথা। তাঁর মাঠের পারফরম্যান্স নিয়ে কারো প্রশ্ন নেই। কিন্তু প্রায়ই খেলার বাইরের ঘটনায় সমালোচিত হয়ে থাকেন তিনি। তাই ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর বিশ্লেষণে তাঁকে ‘বাজে আচরণের রাজা’ বলা হয়েছে।
করোনাকালে ক্রিকেট মাঠে ফেরার বছরে বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে। সবগুলো বিষয় নিয়ে বিশ্লেষণ করেছে ক্রিকইনফো। ‘ব্যাড বিহেভিয়ার কিং’ নামে হেডলাইন দিয়ে সাকিবের নাম উল্লেখ করে ক্রিকইনফো লিখেছে, শ্রীলঙ্কার ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয় ভাঙলেও, বাজে আচরণের পাল্লায় খুব ছোট হয়ে দেখাবে, যখন তাদেরকেও ছাপিয়ে যাবেন কেউ। ঠিক তেমনই কাজ করেছেন সাকিব আল হাসান। তিনি জানতেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং মিডিয়াও সেখানে নজর রাখছে।
ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, যদি বাজে আচরণের কোনো চ্যাম্পিয়নশিপ হয়, তাহলে সেটা উঠবে সাকিবের হাতে। তবে তার হাতে ট্রফিটি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দৌড় দিতে হবে। কারণ তিনি এই ট্রফিটা আপনাকে ছুঁড়ে মারতে পারেন।'
গত মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পারায় বাজে আচরণ করেন সাকিব। প্রথমে স্টাম্পে লাথি মারেন। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধের ঘোষণা দেওয়া হলে স্টাম্প তুলে ফেলে দেন।
স্পট ফিক্সিং-এর প্রস্তাব গোপন করে এক বছর সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার পরও কেন এমন বাজে আচরণ করেছেন সাকিব, তা নিয়ে প্রশ্ন তোলা হয় ক্রিকইনফোর এই প্রতিবেদনে, ‘নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এখনো দুই বছর হয়নি সাকিবের। এর সঙ্গে রয়েছে আগের নানান কীর্তি। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি (২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস কাপ ট্রফিতে), আম্পায়ারের সঙ্গে রাগ দেখানো, দর্শকদের ওপর রেগে গিয়ে তাদের মারতে যাওয়াসহ আরও অনেক কিছু।’