ভৈরবে বিধিনিষেধ না মানায় ৩০ ব্যক্তিকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৩০ জনকে ১৩ হাজার দুইশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কঠোর লকডাউনে বিধিনিষেধ ভঙ্গের কারণে তাদের জরিমানা করা হয়।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলার একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় মাস্কবিহীন পথচারীদের মধ্যে কয়েকশ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
এ সময় মাস্ক পরিধান না করা, দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২১ ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে এক হাজার ২০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা। এ সময় তিনি দুইশ মাস্ক বিনামূল্যে বিতরণ করেন।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ সদস্যরা।
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে লুবনা ফারজানা বলেন, ‘জনস্বার্থে এমন অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে।’