গরম রড দিয়ে গৃহকর্মীকে নির্যাতন, গ্রেপ্তার ১
রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মোহাম্মদ আসাদুর রহমান (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাটারা থানাধীন জোয়ার সাহারার এল এম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হক আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ পরিদর্শক বলেন, ‘গ্রেপ্তার করা মোহাম্মদ আসাদুর রহমানের জোয়ার সাহারার বাসায় কাজ করতেন নির্যাতনের শিকার ওই নারী। গত বছরের ১২ নভেম্বর থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন সময় আসাদুর রহমানের বাসায় ওই নারীকে জ্বলন্ত আগুনে লোহার খুন্তি ও রড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেওয়া ও মারধর করা হয়।’
মো. রফিকুল হক আরও বলেন, ‘মারধরের ঘটনায় ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে গত ৩০ জুন বুধবার সন্ধ্যার দিকে তাঁর বোনের বাসায় পাঠিয়ে দেয় বাসার মালিক। সংবাদ পেয়ে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী বাসার মালিককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়েছে।’