আজও রাজধানীতে গ্রেপ্তার ৬২১, জরিমানা ৩৪৬ জনকে
সরকারঘোষিত বিধিনিষেধের তৃতীয় দিনেও সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে ৬২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে ৩৪৬ জনকে জরিমানা করা হয়েছে এক লাখ ছয় হাজার ৪৫০ টাকা।
আজ শনিবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি বলেন, ডিএমপির মোট আটটি বিভাগ আজকের অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়।
ইফতেখায়রুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় তাদেরকে গ্রেপ্তার ও জরিমানা করা হয়েছে।
এডিসি আরও বলেন, এ ছাড়া সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৮৮৫ মামলায় ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ।
আজ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, করোনার সংক্রমণরোধে রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে সবকিছু উপেক্ষা করে মানুষজনের ঘর থেকে বের হওয়ার দৃশ্যও ছিল চোখেপড়ার মতো।
এর আগে গতকাল শুক্রবার বিধিনিষেধের দ্বিতীয় দিন রাজধানীজুড়ে ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়। এদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল ২০৮ জনকে। এ ছাড়া গত বৃহস্পতিবার ৫৫০ জনকে গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল ২১২ জনকে।