কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন এবং উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে ওই রোগীদের মৃত্যু হয়েছে।
ডা. আব্দুল মোমেন আরও জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৭৩ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ২০০ জন করোনা পজিটিভ এবং ৭৩ জনের মধ্যে করোনার উপসর্গ রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭ শতাংশ।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন আজ রোববার। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। গতকাল শনিবার দিনব্যাপী সরকারি বিধিনিষেধ অমান্যকারী ৪৪ জনের কাছ থেকে ৬৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেনা সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। আগের দিনগুলোর তুলনায় শহরে জনসমাগম কম দেখা গেছে।