জি কে বিল্ডার্স থেকে ১০ কোটি টাকা ফেরত নিল গণপূর্ত
রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইয়েন্স ও হাসপাতালের ঝুঁকিপূর্ণ বেজমেন্ট নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অগ্রিম দেওয়া ১০ কোটি টাকা ফেরত এনে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
আজ রোববার সাংবাদিকদের এ কথা জানান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আক্তার।
গণপূর্তের প্রধান প্রকৌশলী বলেন, রাষ্ট্রীয় এই সেবামূলক প্রতিষ্ঠানে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি।
২০১৮ সালের অক্টোবরে ২৪ মাস সময় বেঁধে দিয়ে আগারগাঁওয়ের নিউরোসাইন্স হাপসপাতালের তিনটি বেজমেন্টসহ ১২তলা বর্ধিত ভবনের চুক্তি স্বাক্ষর হয় জি কে বিল্ডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। চুক্তির আলোকে চার মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে বেজমেন্টের কাজ শুরু করা হয়।
কিন্তু কৌশলে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের আগেই চার কিস্তিতে ১০ কোটি টাকার বেশি বিল নিয়ে নেয়। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর এই অর্থ ফেরত আনতে কাজ শুরু করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার।
প্রকৌশলী শামীম আক্তার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্য আরও দুটি প্রকল্পের ৩৫ কোটি টাকার বেশি অর্থ জামানত রাখা হয়। সেখান থেকে তুলে এ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়।
গণপূর্ত অধিদপ্তরে চলমান কাজ যাতে আরও স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় সে ব্যাপারে নির্বাহী প্রকৌশলীদের নিদের্শনা দেওয়া হয়েছে বলেও জানান শামীম আক্তার। তিনি আরও বলেন, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার গণপূর্ত অধিদপ্তর। একইসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে নতুন নতুন পরিকল্পনায় অধিদপ্তরের সব কাজ এগিয়ে চলছে বলে জানান তিনি।