টাঙ্গাইলে করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু
টাঙ্গাইলে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনালের হাসপাতালে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে, করোনায় নতুন করে ৫৮১টি নমুনার মধ্যে ২২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ০৭ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৬৩১ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘বিগত কয়েকদিন ধরে করোনায় এবং উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় ইউনিটে প্রতিদিনই ভর্তিকৃত রোগীর সংখ্যা বাড়েই চলছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন এবং স্বাস্থ্যবিধি মনে চলতে হবে।’