নড়াইলে ২৪ ঘণ্টায় ১২১ জনের করোনা শনাক্ত
নড়াইলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। গত ২৪ ঘণ্টায় ২৮৬টি নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ।
আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কয়েক দিনের নমুনা পরীক্ষায় নড়াইল জেলা কারাগারের ১১ জেলপুলিশসহ ১৩ জনের দেহে করোনা ধরা পড়েছে।
এদিকে, পহেলা জুলাই থেকে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। টানা বৃষ্টির মধ্যে চলছে সামান্য কিছু ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল রয়েছে। জেলা পুলিশসহ বিভিন্ন সংগঠন ত্রাণ বিতরণের পাশাপাশি চালাচ্ছে করোনার বিস্তার রোধে প্রচারণা।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে ৭৮৬ জন করোনা রোগী রয়েছে, যার মধ্যে ৩৬ জন হাসপাতালে ভর্তি আছে। বাকি ৭৫০ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছে। জেলায় এ যাবৎ ৫০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। প্রথম দফায় ২০ জন মারা গেলেও দ্বিতীয় দফায় তিন মাসেই মারা গেছে ৩০ জন।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘আমরা সব সময় মাঠে আছি। মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশের কয়েকটি টিম বিভিন্ন পয়েন্টে সরকারঘোষিত বিধিনিষেধ সফল করতে কাজ করে যাচ্ছে।’