বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ১২৫ ব্যক্তির জরিমানা
স্বাস্থ্যবিধি না মানা, কঠোর লকডাউনেও বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ১২৫ জন ব্যক্তিকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ৯টি উপজেলা সদর, কাজীপুর, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, কামারখন্দে ১১০টি মামলায় ১৩৫ জন ব্যক্তিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউন মানাতে প্রতিদিনের মতো আজও মাঠে ছিলেন ভ্রাম্যমাণ আদালত। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ১২৫ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।