ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছিল। অপর চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজন হলেন ময়মনসিংহ সদর উপজেলার তানিয়া (৩৬), এ বি এম উসমান গনি (৬৫) ও শেরপুর জেলার হেলাল উদ্দিন (৪৫)।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজন হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার সিনথিয়া (২৮), শিউলি (১৭) জালাল উদ্দিন (৭০) ও তিথি (২৯)।
এদিকে, বর্তমানে মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৩০০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ২২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। এ ছাড়া নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ জন।
এদিকে, ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হয়েছে ১১০ জন এবং পিসিআর ল্যাব টেস্টে শনাক্ত হয়েছে ৫৯ জন।
সিভিল সার্জন আরও জানান, বর্তমানে মমেক হাসপাতালে জেলার ৮১ জন এবং বিভিন্ন উপজেলার হাসপাতালে ১৩ জন রোগী চিকিৎসাধীন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. শাহ আলম এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, এখন পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনায় ৯১ জন, নেত্রকোনা জেলায় ৩৩ জন, জামালপুর জেলায় ৫৪ জন এবং শেরপুর জেলায় ৩৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট ২১২ জনের মৃত্যু হয়েছে।