ডেঙ্গু ও করোনায় আক্রান্ত হয়ে জবি শিক্ষিকার মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী মারা গেছেন। আজ বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ডেঙ্গু ও করোনার সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ বুধবার ভোরে সাঈদা নাসরিন বাবলীর স্বামী ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার এক ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর খবরটি জানান।
ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার লেখেন, ‘সব শেষ। আজ ভোর ৪টায় আমার সহধর্মিণী সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
সাঈদা নাসরিন বাবলীর সহকর্মীরা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ প্রায় ১৬ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। ডেঙ্গুর পাশাপাশি তাঁর করোনা পজিটিভ ছিল। এর মধ্যে প্রথম দফায় গত ২১ জুন লাইফ সাপোর্টে নেওয়া হলেও গত ২৯ জুন তা খুলে দেওয়া হয়। এরই মধ্যে তাঁর কিডনি অকার্যকর হয়ে পড়ে। এরপর ৫ জুলাই আইসিইউতে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক করলে তাঁকে আবার লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ ভোরে তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই দফা জানাজা শেষে সাঈদা নাসরিন বাবলীকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকেই। এ ছাড়া তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।