ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জনের করোনা শনাক্ত করা হয়েছিল। অপর ১২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের শামসুল আলম (৭৫), ইদুন্নেসা (৮০), নেত্রকোনা সদরের কুলসুম আক্তার (৫৫), শেরপুর সদরের বিশ্বজিৎ দেব (৫৪) ও ঝিনাইগাতী উপজেলার মোরশেদা বেগম (৬৫)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাঁরা হলেন ময়মনসিংহ সদরের আব্দুল আজিজ (৪২), মো. মোস্তফা (৭৩), নান্দাইলের রূপা (১৯), ফুলবাড়িয়ার ইব্রাহিম (৫০), নেত্রকোনা সদরের হোসেন আলী (৮০), আব্দুল জব্বার (৯২), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম, নালিতাবাড়ীর শামিমা বেগম (৪৫), জামালপুর সদরের মোজাহিদ (২২), আবু বকর (৫৯) ও সরিষাবাড়ীর নারগিস (২২)।
এদিকে, বর্তমানে মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৩৭১ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ২১ জন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম এক ইমেইল বার্তায় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৬৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫৯ শতাংশ। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হয়েছে ১৫২ জন এবং পিসিআর ল্যাব টেস্টে শনাক্ত হয়েছে ৮৪ জন।
সিভিল সার্জন আরও জানান, মমেক হাসপাতালে জেলার ৯০ জন এবং বিভিন্ন উপজেলা হাসপাতালে ১৩ জনসহ মোট ১০৩ জন রোগী চিকিৎসাধীন।