গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে ‘হত্যা’, স্বামী পলাতক
গাজীপুরের জয়দেবপুর নিয়ামত সড়ক এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পাওয়া গেছে। ঘটনার পর স্বামী সেলিম হোসেন পলাতক রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রোজিনা (৩৪) ময়মনসিংহের নান্দাইল থানার লহিতপুর গ্রামের সেলিম হোসেনের স্ত্রীর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাত থেকে আট মাস আগে রিকশাচালক সেলিম হোসেন দম্পত্তি গাজীপুর মহানগরের জয়দেবপুর নিয়ামত সড়কে শামসুর রহমানের বাড়িতে ভাড়ায় থাকতেন। রোজিনা স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। স্বামীর সঙ্গে রোজিনার প্রায়ই পারিবারিক ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর আশপাশের লোকজন এসে তাদের ঝগড়া মেটানোর চেষ্টা করে। এক পর্যায়ে রাত আনুমানিক ১১টার দিকে সেলিম ভাড়া বাসা থেকে চলে যান। রোজিনা একাই বাসায় ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আশপাশের লোকজন ঘুম থেকে না ওঠায় রোজিনাকে ডাকাডাকি করে। তখন ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ দেখতে পায় তারা। পরে বাড়ির কেয়ারটেকার সানসেট ভেঙে রোজিনাকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পান। এ সময় আশপাশের লোকজন ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রোজিনাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন ।
স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের কারণে রোজিনার স্বামী সেলিম তাকে শ্বাসরোধে হত্যার পর বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ।
জিএমপি সদর থানার উপপরিদর্শক সাইদুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।