সাতক্ষীরায় করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন নয়জন এবং তার আগের দিন পাঁচজনের মৃত্যু ঘটে। এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৪০০ পার হলো।
আজ বৃহস্পতিবার সকালে শেষ হওয়া গত ২৪ ঘণ্টায় ৩৮২টি নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ।
স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজে ২১ জন এবং বেসরকারি হাসপাতালে আরও ১৮ জনসহ ৩৯ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ৪২৪ জন। জেলাব্যাপী হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে এক হাজার ৬১ জন। করোনায় মোট মারা গেছে ৭৭ জন।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, করোনা ও উপসর্গে মৃতের এই সংখ্যা ছাড়াও গ্রাম এলাকায় অনেক রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুবরণ করছে। তারা সাতক্ষীরা শহরের বা উপজেলা সদরে কোনো হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি না হওয়ায় মৃতের এই সংখ্যা নিরূপণ করা কঠিন।