অকারণে বাইরে বের হয়ে আজও গ্রেপ্তার ১০৭৭
কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ১৬ লাখ ৭৯০ টাকা।
আজ বৃহস্পতিবার ডিএমপির আটটি বিভাগ এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে। এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
ডিএমপির কর্মকর্তা বলেন, ট্রাফিক বিভাগের ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ২১ লাখ সাড়ে ৫৩ হাজার টাকা। কঠোর বিধিনিষেধের শুরু থেকে আজ পর্যন্ত রাজধানীতে মোট গ্রেপ্তার করা হয়েছে পাঁচ হাজার ২৬৪ জনকে।
ইফতেখায়রুল ইসলাম বলেন, বিধিনিষেধের অষ্টম দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা বিভাগ এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, সরকারি বিধিনিষেধ প্রতিপালনে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ডিএমপির এ অভিযান আগামীতেও চলমান থাকবে।