ফরিদপুরে বিধিনিষেধেও করোনার ঊর্ধ্বগতি, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল
সারা দেশে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হলেও ফরিদপুরে চলছে ২১ জুন থেকে। এত দীর্ঘ সময় লকডাউন চললেও থামছে না করোনার ঊর্ধ্বগতি এবং দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দিনদিনই খারাপ হচ্ছে পরিস্থিতি।
এদিকে, করোনা পরিস্থিতি সামলাতে মাঠে কঠোরভাবে অবস্থান নিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার। জেলা শহরের ১২টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে শহরসহ বিভিন্ন হাট-বাজারে অভিযান চালাচ্ছে। তার পরও উন্নতি হচ্ছে না পরিস্থিতির।
গত ১৮ দিনে সরকারি হিসেবে ৪৮ জনের মৃত্যুর কথা বলা হলেও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও প্রায় ৫০ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৮১ শতাংশ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা বলেন, ‘আমরা চেষ্টা করে চলছি প্রতিনিয়ত মানুষকে ঘরে রাখতে। এটি একটি কঠিন কাজ। তারপরও অযাচিত চলাফেরা, নিয়ম না মেনে দোকানপাট খোলায় জরিমানা ও আটক করা হচ্ছে প্রতিদিন। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’
সেনাবাহিনীর মেজর ইমরুল কায়েস বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি মানুষকে বুঝিয়ে শুনিয়ে ঘরে রাখতে। পরিস্থিতি উন্নতির চেষ্টা অব্যাহত আছে। তবে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি না পেলে মানে সাধারণ মানুষ সচেতন না হলে এ কঠিন পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব নয়।’
এদিকে, জেলা শহরের ১২টি স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করছে। তবে শহরের রাস্তাগুলোতে দেখা গেছে, মানুষ নানা অজুহাতে বেরিয়ে আসছে। পুলিশের বাধা উপেক্ষা করে রিকশা, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল যাতায়াত করার চিত্র সর্বত্রই দৃশ্যমান।