অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকের পরিবার পাবে দুই লাখ টাকা : প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি শ্রমিকের পরিবারকে শ্রম কল্যাণ ট্রাস্ট থেকে দুই লাখ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া এ ঘটনায় আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এ কথা বলেছেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান প্রমুখ।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘যেসব শ্রমিক নিহত হয়েছেন তাদের পরিবারকে মালিকপক্ষের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হবে।
এ ঘটনায় যদি মালিকপক্ষের গাফিলতি থাকে বা কল-কারখানা অধিদপ্তরের কর্মকর্তাদের যদি কোনো গাফিলতি থাকে সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মুন্নুজান সুফিয়ান। তিনি বলেন, কারণ এসব প্রতিষ্ঠানে শ্রমিকবান্ধব পরিবেশ আছে কি না তা দেখার দায়িত্ব কল-কারখানা অধিদপ্তরের। এর মধ্যেই তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পর পরই গোটা ভবনে লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আজ শুক্রবার বিকেল পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে তিনজন এবং আজ শুক্রবার দুপুরের পর আরও ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।