১৫ জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন
আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সোমবার বিকেলে সাংবাদিকরা জানতে চাইলে মুঠোফোনে এই তথ্য দেন মন্ত্রী।
নূরুল ইসলাম সুজন বলেন, অর্ধেক আসনে চলাচল করলেও এর পুরো টিকেট যাত্রীদের অনলাইনে সংগ্রহ করতে হবে। করোনাকালে অনলাইন ছাড়া কোনো টিকেট বিক্রি করবে না রেলওয়ে কর্তৃপক্ষ। কাউন্টারে কোনো টিকেট বিক্রি হবে না জানিয়ে মন্ত্রী সাধারণ যাত্রীদের টিকেট কাটতে কাউন্টারে না যাওয়ার অনুরোধ জানান।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এনটিভিকে বলেন, ‘১৫ তারিখ থেকে আমরা যে বিজ্ঞপ্তি পাব, সে অনুযায়ী আমরা রেল চালাব। ৫০ ভাগ সিট খালি রেখে বা এক সিট খালি রেখে আমরা ট্রেন চালাব। কতগুলো ট্রেন আমরা রেডি করতে পারি, আমরা সেটা পরে জানাব।’