কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যার মূল অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে তাকে ঢাকা জেলার আশুলিয়া থানার বাড়ইপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই পুলিশের একটি দল।
গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম (৩৫) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের বাসিন্দা।
গতকাল বিকেলে ওই আসামি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদ্দাম হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাখরুল হক খান এ তথ্য জানান।
মামলার এজাহারে জানায়, গত ২ জুলাই জেলার কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামে সাদিয়া আক্তার টুনি (৯) নামের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। হাত-পা বাঁধা ও গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় টুনির লাশ একটি পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই টুনির বাবা মো. চুন্নু মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কটিয়াদী মডেল থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা করেন।
গত ১১ জুলাই আদালতের নির্দেশে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাখরুল হক খান জানান, আসামি নজরুল ইসলাম ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছেন। স্বীকারোক্তির পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।