মোরেলগঞ্জ কর্মহীনদের উপহারসামগ্রী প্রদান
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় করোনায় কর্মহীন আড়াই হাজার পরিবারের জন্য উপহারসামগ্রী পাঠিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। পৌরসভা ও ইউনিয়নের আড়াই হাজার কর্মহীন মানুষের মধ্যে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার সন্ধ্যায় এই উপহারসামগ্রী প্রদান করা হয়।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার উপহারসামগ্রী বিতরণ করেন। এ সময় প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডভিত্তিক আড়াই হাজার সুবিধাভোগীদের মধ্যে এই উপহার তুলে দেওয়া হয়।
এ সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, যুবলীগ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, ১৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
পরে বিনামূল্যে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়। করোনাকালীন সময়ে অক্সিজেন সংকট মোকাবিলায় ‘আমরা আছি আপনার পাশে’- এই স্লোগান নিয়ে মোরেলগঞ্জ পৌরসভায় ‘বেগম রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংক’ চালু করা হয়েছে। পৌরভবন চত্বরে এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন পৌর মেয়র এস এম মনিরুল হক তালুকদার।
অক্সিজেন ব্যাংকের উদ্যোক্তারা বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে মোরেলগঞ্জ পৌরসভায় অক্সিজেন ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।