বোয়ালখালীর হাটে মহিষের গুঁতোয় প্রাণ গেল স্কুলছাত্রের
দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মহিষের শিংয়ের গুঁতোয় কাইয়ুম ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার মুন্সীরহাটে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কাইয়ুম ইসলাম বোয়ালখালীর শ্রীপুর গ্রামের মোরশেদুল আলমের ছেলে। সে খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মোকারম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সাপ্তাহিক মুন্সীরহাটে ট্রাক থেকে মহিষ নামানোর সময় অসাবধানতাবশত একটি মহিষ রশি ছিঁড়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় শিং দিয়ে গুঁতো দিলে গুরুতর আহত হয় কাইয়ুম। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।