গাজীপুরে ট্রাকের ধাক্কায় নারীসহ দুই পথচারী নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কেমিক্যালভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় নিহত নারীর ছেলে মহসিন (১১) আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন বিষ্ণুপুর গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী মালেকা বেগম (৫০) এবং কিশোরগঞ্জের হোসেনপুর থানাধীন জিনারী এলাকার মফিজ উদ্দিনের ছেলে রাজমিস্ত্রি মিজান (৩০)। তারা গাজীপুরের শ্রীপুর থানাধীন এমসি বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আজ সকালের দিকে সিরামিক্সের কেমিক্যালভর্তি একটি ড্রাম ট্রাক বেপরোয়াগতিতে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর থানাধীন এমসি বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়ানো ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে (ইজিবাইক) সজোরে ধাক্কা দিয়ে মালসহ সড়কে উল্টে যায়। ট্রাকের ধাক্কা খেয়ে অটোরিকশাটি ছিটকে গিয়ে অপর তিন পথচারীকে ধাক্কা দেয়। এতে মালেকা বেগম ও মিজান ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মালেকার ছেলে মহসিন গুরুতর আহত হয়।
আহত মহসিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় এলাকাবাসী।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেন। তবে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ওই সড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।