ঈদে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের
বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বাইচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ কলাগাছিয়া এলাকার আ. রহমান মাস্টারের ছেলে মো. কামরুল হাসান (২০) ও তাঁর খালাতো ভাই হোসেন ভূইয়া (২৫)। তারা ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব ইসলাম জানান, ওই দুই ভাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে মোটরসাইকেলে ঢাকা থেকে গ্রামের বাড়ি পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বাইচখোলা এলকায় বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলে দুজনই নিহত হন।
সার্জেন্ট মাহবুব জানান, নিহতরা মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাছাড়া নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।