মুশফিকের মা-বাবা সুস্থতার পথে
জিম্বাবুয়ে সফরের মাঝপথে দুঃসংবাদ পান মুশফিকুর রহিম। করোনায় আক্রান্ত হন তাঁর মা-বাবা। খবর শুনে ওয়ানডে সিরিজ শুরুর আগেই দেশে ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান। দেশে আসার কয়েকদিন পর আজ বুধবার জানালেন, সুস্থতার পথে আছেন তাঁর মা-বাবা। একই সঙ্গে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যতম সফল এই ব্যাটসম্যান।
আজ পবিত্র ঈদুল আজহা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে এই মুহূর্তে দেশের বাইরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বাইরে কাটছে তাঁদের এবারের ঈদ। তবে মা-বাবার অসুস্থতার কারণে মুশফিকের ঈদ কাটছে পরিবারের সঙ্গে বাংলাদেশে।
নিজের ফেসবুক পাতায় মুশফিক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি। দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ, আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। তাই উদ্যাপনের সময় স্বাস্থবিধির কথা মনে রাখবেন। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’
এরপর নিজের মা-বাবার স্বাস্থ্যের খবর দিয়ে মুশফিক লিখেছেন, ‘আমি আরও জানাতে চাই, আল্লাহ্র রহমতে আমার বাবা-মা সুস্থতার পথেই রয়েছেন। যাঁরা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাঁদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’