টি-টোয়েন্টিতেও ফিরলেন সোহান
সাড়ে চার বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে একাদশে ফেরেন নুরুল হাসান সোহান। ফেরার ম্যাচেই দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। তাই ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও তাঁর ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট। কুড়ি ওভারের ক্রিকেটেও বাংলাদেশের একাদশে ফিরেছেন উইকেটকিপার এই ব্যাটসম্যান।
সবশেষ ২০১৭ সালের জানুয়ারিতে টি-টোয়েন্টিতে খেলেছিলেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আবারও ফিরলেন এই ফরম্যাটে।
সোহান ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। ছুটি নেওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের শুরুতে সবশেষ সিরিজে খেলেননি সাকিব। এ ছাড়া বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমানও আছেন একাদশে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে জায়গা হারিয়েছেন মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
পারিবারিক কারণে টি-টোয়েন্টি সিরিজে নেই মুশফিকুর রহিম। চোটের জন্য ছিটকে গেছেন তামিম ইকবালও। নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যানকে ছাড়াই এই ফরম্যাটে লড়বে বাংলাদেশ।
হারারের স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশের শততম টি-টোয়েন্টি ম্যাচ। সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
২০০৬ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয়। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই আজ এই ফরম্যাটে নিজেদের ১০০তম ম্যাচ খেলছে লাল সবুজের দল। নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩ রানের জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার আরেকবার জয়ে রাঙাতে মুখিয়ে আছে মাহমুদউল্লাহর দল।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।