আশুগঞ্জ টোলপ্লাজায় গাঁজা জব্দ, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় উজ্জ্বল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ শুক্রবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে এসব মাদক জব্দ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়া হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা।
শুক্রবার দুপুর ১২টার দিকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, মাদক ব্যবসায়ী উজ্জ্বল দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।