চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন জয়নুল আবদিন ফারুক
করোনাভাইরাস পরবর্তী জটিলতায় উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধদলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক।
করোনা পরবর্তীতে উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা এবং পিঠে ব্যথাসহ বেশকিছু জটিলতা বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে জয়নুল আবদিন ফারুক আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আজ শুক্রবার জয়নুল আবদিন ফারুক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান। এবং দেশ ও দেশের মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
জয়নুল আবদিন ফারুক সস্ত্রীক গত ২০ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ২০ এপ্রিল দ্বিতীয় ডোজের টিকা নেন। তারপরও তিনি ১২ জুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন জয়নুল আবদিন ফারুক। পরবর্তীতে চিকিৎসা শেষে ১ জুলাই করোনা নেগেটিভ হলে বাসায় ফেরেন তিনি। সে সময় থেকেই তাঁর শরীরের উচ্চ রক্তচাপ ও কিডনি সমস্যা দেখা দেয়।