হোশি কুনিও হত্যায় বিপ্লবসহ পাঁচ আসামি কারাগারে
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁদের মধ্যে রয়েছেন রংপুর মহানগর বিএনপি নেতা রাশেদ উন নবী বিপ্লব ও কুনিওর সহযোগী হুমায়ুন কবীর হীরা। তাঁদের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে রংপুরের কাউনিয়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম এ আদেশ দেন।
বিপ্লব ও হীরার পক্ষে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতাব আহমেদ।
এদিকে, গত ১২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে আটক হন রাজীব হাসান ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল ও কাজল চন্দ্র রায়। এদিন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হোশি কুনিও হত্যা মামলায় তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। সকালে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে এই পাঁচ আসামিকে আদালতে আনা হয়।
গত ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। ওই দিনই গ্রেপ্তার করা হয় রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ উন নবী খান বিপ্লব ও হুমায়ুন কবীর হীরাকে। বিপ্লবকে ১০ দিনের রিমান্ডে নিয়ে চার দিন পর তাঁর রিমান্ড বাতিল করে ১০ অক্টোবর কারাগারে এবং হীরাকে তিন দফায় ২৫ দিনের রিমান্ড শেষে ২৮ অক্টোবর কারাগারে পাঠান আদালত। গত ১২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে আটক মেরিল সুমন, ব্ল্যাক রুবেল ও কাজলকে এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে দেখানো হয়।