সিরাজগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে যুবক নিখোঁজ
সিরাজগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সাইদুল ইসলাম (৩০) নামের এক যুবক গত আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিখোঁজ সাইদুল ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার মুনজের আলীর ছেলে।
নিখোঁজ সাইদুলের বাবা মুনজের আলী বলেন, ‘গত শুক্রবার সাইদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এরপর থেকে সাইদুল নিখোঁজ রয়েছেন। অত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও আমার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।’
মুনজের আলী আরও বলেন, ‘সাইদুলের শ্বশুরবাড়ি থেকে জানানো হয়েছে গত শনিবার সকালে সাইদুল সিরাজগঞ্জে বাড়ির উদ্দেশে রওনা হয়। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।’
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’