দিনাজপুরে লকডাউনের প্রথম দিনে মোড়ে মোড়ে চেকপোস্ট
দিনাজপুরে সরকারঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন আজ। সকাল থেকে পুলিশ-বিজিবি-সেনাবাহিনী-আনসারসহ প্রশাসনের সদস্যরা শহরের মোড়ে-মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।
দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কেউ বিনাকারণে বাড়ি থেকে বের হতে পারছে না। প্রশাসন লকডাউন পালনে তৎপর রয়েছে। শহরে লকডাউন কিছুটা পালন হলেও গ্রামে লকডাউন পালন হচ্ছে না। তবে মাস্ক ও সামাজিক দূরত্ব মানছে না কেউ।
দিনাজপুর সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে তিনজন মারা গেছে। উপসর্গ নিয়ে মারা গেছে একজন। শনাক্তের হার বেড়ে ৪৩ দশমিক ৩৬ শতাংশ। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১৩ জনের, শনাক্ত হয়েছে ৪৯ জন।
সীমান্ত জেলা দিনাজপুর হওয়ার কারণে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলিতে করোনা বেডে সিট নেই।