শিল্পা শেঠির বয়ান রেকর্ড করেছে পুলিশ
পারিবারিক ঝামেলায় রয়েছেন বলিউড ডিভা শিল্পা শেঠি। পর্নোগ্রাফির মামলায় স্বামী রাজ কুন্দ্র পুলিশ হেফাজতে। আদালতের নির্দেশ অনুযায়ী এ মামলার তদন্তের স্বার্থে স্ত্রী শিল্পার বয়ান রেকর্ড করেছে মুম্বাইয়ের অপরাধ দমন বিভাগ।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, অপরাধ দমন বিভাগের একটি দল শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ অভিনেত্রীর কাছে জানতে চেয়েছে, স্বামী রাজ কুন্দ্রের পর্নোগ্রাফি ছবির ব্যবসার অভিযোগ সম্পর্কে তিনি অবগত ছিলেন কি না। শিল্পার বাসভবনে প্রায় ছয় ঘণ্টা অবস্থান করে পুলিশের ওই দল।
বার্তা সংস্থা এএনআইয়ের খবর, মুম্বাই পুলিশ আদালতকে জানিয়েছে, রাজ কুন্দ্র পর্নোগ্রাফি ছবি থেকে আয়কৃত অর্থ অনলাইনভিত্তিক জুয়ায় ব্যবহার করত। আর সে কারণে ইয়েস ব্যাংক ও ইউনাইটেড ব্যাংক অব আফ্রিকায় রাজের অ্যাকাউন্ট তদন্ত করা প্রয়োজন।
মুম্বাই পুলিশ বলে, ‘হোয়াটসঅ্যাপ চ্যাটে আমরা দেখেছি, রাজ কুন্দ্র ১.২ মিলিয়ন মার্কিন ডলারে ১২১টি ভিডিও বিক্রির চুক্তির আলাপ করেছে। মনে হচ্ছে, এই চুক্তি আন্তর্জাতিক পর্যায়ের।’
অন্যদিকে, রাজ কুন্দ্র বোম্বে হাই কোর্টে তাঁর গ্রেপ্তার চ্যালেঞ্জ করে একটি পিটিশন দায়ের করেছেন। এই ব্যবসায়ী বলেছেন, তাঁকে অবৈধ ভাবে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। পরে আদালত তাঁকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গতকাল সেই পুলিশ হেফাজতে থাকার মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
এর আগে এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ কুন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। পরে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ মুম্বাইয়ের জুহুতে রাজ ও শিল্পার বাড়িতে অভিযান চালায়।
যা হোক, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে শিল্পার ‘হাঙ্গামা টু’ সিনেমা। এ উপলক্ষে শিল্পা শেঠি ইনস্টাগ্রামে ভক্তদের সিনেমাটি দেখার অনুরোধ করেছেন।