পাবনায় জমি নিয়ে বিরোধে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
পাবনার সাঁথিয়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সাবেক পুলিশ সদস্য আবু দায়েনকে (৫৫) পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে পুলিশ রাতেই অভিযুক্ত আবু দাউদের স্ত্রী ফরিদা বেগমকে আটক করে।
আহত আবু দায়েন উপজেলার শিবরামপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবেক পুলিশ সদস্য আবু দায়েন একই গ্রামে তাঁর বোনের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের প্রতিপক্ষ আবু দাউদ ও তার ছেলে ইমন, সুমন এবং তার স্ত্রী ফরিদা বেগম প্রথমে লোহার রড দিয়ে আবু দায়েনকে পেটায়। পরে হাসুয়া, চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় দায়েনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
পরে আবু দায়েনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে আজ সকালে তাঁকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘জমিজমা বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ফরিদা নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।’