স্বর্ণালঙ্কার ও টাকা চুরির অভিযোগে গৃহকর্মী নুপুর রিমান্ডে
স্বর্ণালঙ্কার ও টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার গৃহকর্মী নুপুর আক্তারকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রব এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) নুপুর আক্তারকে হাজির করে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই ১০ হাজার টাকা বেতনে রমনার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন নুপুর আক্তার। এরপর ২৩ জুলাই সন্ধ্যার দিকে ওই বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান তিনি। এ ঘটনার পরে কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।
গ্রেপ্তারের পর নুপুরের কাছ থেকে একটি সোনার চুড়ি, চেইন ও আংটি এবং নগদ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮১ ধারায় চুরির অপরাধে মামলা দায়ের করা হয়।