আরও ৩ উপজেলা গঠনের সিদ্ধান্ত, একটির নাম পরিবর্তন
দেশে নতুন করে আরও তিনটি উপজেলা হচ্ছে। এগুলো হচ্ছে মাদারীপুর জেলার ডাসার, কক্সবাজার জেলার ঈদগাঁও ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর।
আজ সোমবার সচিবালয়ে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ উপজেলা তিনটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও নিকারের চেয়ারপারসন শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন। নতুন এ তিন উপজেলা নিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৫টি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, আজকের নিকারের বৈঠকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হয়েছে। এখন থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শান্তিগঞ্জ উপজেলা নামে পরিচিত হবে।