নরসিংদীতে বাসায় ডাকাতি ও হত্যাকাণ্ডে জড়িত চার ডাকাত গ্রেপ্তার
নরসিংদীর নাগরিয়াকান্দিতে ডাকাতির সময় বাধা দেওয়ায় ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও জব্দ করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন রায়পুরা উপজেলার বটতলি এলাকার শেখ ফরিদ (৩৫), একই উপজেলার বাহেরচর এলাকার রাজা মিয়া (৩২), চর আড়ালিয়ার আল-আমিন (৩৩) এবং রাজনগর এলাকার দুলাল মিয়া (৩৭)।
পুলিশ সুপার জানান, গত ১৬ জুলাই রাতে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় জানালার গ্রিল কেটে দোতলা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতদলটি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতিতে বাধা দেওয়ায় ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফকে (৩২) ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর বাবা মোবারক হায়াত বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। পরে ঘটনাটির তদন্ত ও আসামি গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত ২২ জুলাই বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার মরিচা এলাকা থেকে রায়পুরা উপজেলার ডাকাত শেখ ফরিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার গ্রেপ্তার করা হয় ডাকাতি ও হত্যায় জড়িত আরও তিনজনকে।
গ্রেপ্তারকৃত ডাকাতরা প্রাথমিকভাবে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।