ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। অপর সাতজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা যাওয়া পাঁচজন হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দার খাদিজা খাতুন (৪৩), সদরের আমজাদ হোসাইন (৪২), আব্দুর রব (৭২), খোদেজা (৬০) ও নেত্রকোনার নুরুল হক (৮০)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজন হলেন ময়মনসিংহ সদরের নীলিমা বিশ্বাস (৬২), ফিরোজা বেগম (৬০), মিহির কান্তি সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), ফিরোজা বেগম (৭০), হালুয়াঘাটের আলতাফ (৬৫) ও জামালপুরের আক্কাস আলী (৭৪)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৪৪৫ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ৪৪০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।