প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান কাদের সিদ্দিকীর
সংকট নিরসনে কালবিলম্ব না করে প্রধানমন্ত্রীকে বিরোধী রাজনৈতিক জোটের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। এ সময় তিনি সংলাপের দাবিতে শুরু করা তাঁর টানা ৩০৮ দিনের অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
urgentPhoto
আজ মঙ্গলবার সকালে মতিঝিলে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এই আহ্বান জানান। তিনি বলেন, ‘এখনই আলোচনার ক্ষেত্র সৃষ্টি করতে না পারলে জাতিগতভাবে আরো কঠিন খেসারত দিতে হবে।’
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি অত্যন্ত বেদনার সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা করতে চাই, সময় থাকতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনি আলোচনার পরিবেশ সৃষ্টি করুন। তা না হলে আপনার জন্য বেশিদিন অপেক্ষা করবে না। আলোচনায় ডাকা সুযোগও আপনি পাবেন না।’
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর গঠিত সরকারের প্রতি দেশের ৯০ শতাংশ মানুষের কোনো সমর্থন নেই দাবি করে কাদের সিদ্দিকী বলেন, ‘বিদ্যমান সব সংকট দূর করতে জনগণের ভোটে নির্বাচিত ও আস্থাশীল সরকারের বিকল্প নেই।’
২০ দলীয় জোটের অবরোধ বন্ধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসনের মধ্যে সংলাপের দাবিতে গত ২৮ জানুয়ারি বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান শুরু করেন কাদের সিদ্দিকী। দুই নেত্রী দাবি না মানা পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।