লকডাউনে অকারণে বেরিয়ে গ্রেপ্তার প্রায় সাড়ে চার হাজার
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের আজ শনিবার নবম দিনে ৪৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ নিয়ে নয় দিনে মোট চার হাজার ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম রাতে এ তথ্য জানান।
এডিসি বলেন, বিধিনিষেধ লঙ্ঘন করে অহেতুক ঘোরাফেরা করায় আজ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০২ জনকে দুই লাখ ছয় হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪০টি গাড়ির ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে