মির্জা আব্বাসের সঙ্গে দেখা করলেন দুই কমিটির নেতৃবৃন্দ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় শাহজাহানপুরের বাসায় সাক্ষাৎ করেন তাঁরা।
এ সময় মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।
এর আগে নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দ আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। তাদের স্বাগত ও জানিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।
এ সময় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ যুগ্ম আহ্বায়ক এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করে দলটি৷ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের গুরুত্বপূর্ণ এই দুই ইউনিটের কমিটি অনুমোদন করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, সদস্য সচিব হয়েছেন সাবেক ফুটবলার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৪৯ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব মো. আবদুস সালাম। সদস্য সচিব হয়েছন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি রফিকুল আলম মজনু।