চট্টগ্রামে করোনায় আরও ১৬ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও এক হাজার ২৮৫ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে তিন হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষায় এসব রোগীর করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৮৬ হাজার ৪২৯ জন।
আজ বুধবার জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম শহর এলাকায় ছয়জন ও উপজেলা এলাকায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুন্ডে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘মহানগর ও উপজেলায় তিন হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষার মধ্যে শহর এলাকায় ৮৪৪ জন ও উপজেলায় ৪৪১ জনের দেহে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হয়েছে এক হাজার ১০ জন।’