পৌর নির্বাচন বর্জন করল কাদের সিদ্দিকীর দল
আসন্ন পৌরসভা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। আজ বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনোরূপ আলাপ-আলোচনা ছাড়াই পৌর নির্বাচনের বিধিমালা পরির্বতন, সংশোধন এবং প্রায় সপ রাজনৈতিক দল পৌর নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করার সত্ত্বেও নির্বাচন কমিশন তাতে কোনো কর্ণপাত করেনি।’
‘এ রকম স্বৈরাচারী মনোভাবাপন্ন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাই কৃষক শ্রমিক জনতা লীগ আসন্ন পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করে’, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে দলটি নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে নির্বাচন ১৫ দিন পিছানোর দাবি জানিয়েছিল। একই দাবি ছিল বিএনপি, বিরোধী দল জাতীয় পার্টি ও সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টিরও।
কিন্তু গত সোমবার নির্বাচন কমিশন এ দাবি নাকচ করে দিয়ে পূর্ব নির্ধারিত ৩০ ডিসেম্বর নির্বাচনের কথা জানিয়ে দেয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা নির্বাচন ১৫ দিন পিছানোর আবেদন করেছিলাম। এ দাবি যৌক্তি বলেই অনেকেই সেই দাবি করেছিল। নির্বাচন কমিশন সবার দাবি নাকচ করে দিয়েছে। তারা আন্তরিকতা দেখিয়ে সাতদিন হলেও নির্বাচন পিছাতে পারত।’
‘আমাদের মনে হয়েছে নির্বাচন কমিশন একগুয়েমি করছে। এ ছাড়া কালিহাতী উপনির্বাচন নিয়ে কী হচ্ছে তা তো আপনারা দেখেছেন। সেখানে নির্বাচন কমিশনই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ফলে আমাদের মনে হয়েছে, তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। এ কারণেই আমরা এ নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি’, যোগ করেন ইকবাল সিদ্দিকী।