খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পাঁচটি হত্যা মামলার আসামি বিরাজ মনি চাকমাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরের দিকে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি বিশেষ দল উপজেলার দুরছড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বিরাজ মনি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র ক্যাডার। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচজনকে হত্যা মামলার আসামি। গ্রেপ্তারকালে তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে বিরাজ মনি চাকমাকে সকালে মহালছড়ি থানায় হস্তান্তরের কথা জানিয়েছিল মহালছড়ি জোন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন জানান, দুপুর পর্যন্ত গ্রেপ্তারকৃত বিরাজ চাকমাকে এই থানায় হস্তান্তর করা হয়নি। তার বিরুদ্ধে নানিয়ারচর থানায় হত্যাসহ একাধিক মামলা থাকায় তাকে সেখানে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত রাঙামাটির নানিয়াচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শক্তিমান চাকমার দাহক্রিয়ায় অনুষ্ঠানে যাওয়ার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচজন নিহত হন। আটক বিরাজ মনি চাকমা ওই মামলার পালাতক আসামি বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।