দাদের সমস্যা থেকে মুক্তির উপায়
অনেকেই দাদের সমস্যায় ভুগছেন। বাজার থেকে কেনা নানা ওষুধেও নিরাময় হচ্ছে না। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে দাদ সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ত্বকের বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. জেসমীন আক্তার লীনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. জেসমিন আক্তার লীনা বলেন, দাদ হচ্ছে এক ধরনের ছত্রাক। ছত্রাকের সংক্রমণে এই দাদটা হয়ে থাকে। উপযুক্ত পরিবেশ পেলে ছত্রাকটা আমাদের ত্বকে আক্রমণ করে, তখনই সেই ছত্রাক গ্রো করতে থাকে এবং দেখা যায় যে ত্বকের ক্যারাটিনের প্রতি একটা অ্যাফিনিটি থাকে, যে কারণে যে সমস্ত টিস্যুতে ক্যারাটিন আছে, সেগুলোর প্রতি অ্যাফিনিটি থাকে। যেমন ধরুন আমি বলব, ত্বক নখ ও চুল। মাথায় হয়ে থাকে, চুলের প্রতি অ্যাফিনিটি থাকে। দাড়িতে হয়ে থাকে চুলের প্রতি অ্যাফিনিটি থাকার কারণে; নখে হয়, নখ ভেঙে যায়, হলদে হয়ে যায়, ফেটে যায়, নখ উঠে আসে। যাদের হাত সব সময় ভেজা থাকে, তাদের নখে ছত্রাকের সংক্রমণ হতে পারে। দাদ এই তিন জায়গাতেই হতে পারে। সাধারণত ত্বকেরটাই আমাদের চোখে বেশি পড়ে।
দাদ পরিবারের এক সদস্যের হলে অন্যেরও হয়ে থাকে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জেসমিন আক্তার লীনা বলেন, হ্যাঁ, ছত্রাক সংক্রামক যেহেতু, এটা অবশ্যই একজনের হলে অন্যদেরও হতে পারে। এটা একজন পারসনের সঙ্গে অন্য পারসনের ডাইরেক্ট বডি কন্ট্রাক্টের কারণে হতে পারে। এ ছাড়া তার ব্যবহারের যে জিনিসপত্র, সেগুলো থেকেও হতে পারে। একজনের টাওয়েল আরেকজন ব্যবহার করলে, সেটা থেকে হতে পারে, একই বিছানা শেয়ার করলে, কাপড়চোপড় শেয়ার করলে; এগুলো থেকে হতে পারে।
দাদ হলে করণীয় কী। ডা. জেসমিন আক্তার লীনা বলেন, প্রথমে শনাক্ত করার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার প্রেসক্রিপশন অনুযায়ী, যেভাবে বলা হয়, সেভাবে ওষুধটা খেতে হবে। কারণ, দাদের ওষুধের প্রতি রেজিস্ট্যান্স আমাদের দেশে এত বেশি যে এটা কোনও ভাবেই ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না। রোগীদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, ব্যবহারের জিনিসপত্রগুলো অবশ্যই আলাদা করে ফেলতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত গোসল করতে হবে। অন্যের কাপড়-গামছা ব্যবহার করা যাবে না।