চীন থেকে দুদিনে এলো ৩৪ লাখ করোনার টিকা
দুদিনে চীন থেকে সিনোফার্মের মোট ৩৪ লাখ টিকা এসেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার এসেছে ১৭ লাখ আর আজ বুধবার এসেছে আরও ১৭ লাখ।
আজ বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ লাখ টিকা এসে পৌঁছে। স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন।
গতকাল মঙ্গলবার রাতে বিমান বাংলাদেশে এয়ারলাইনসে আরও ১৭ লাখ টিকা এসে পৌঁছায়।
আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিকেলে ১৭ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে এই টিকা নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে। ১৭ জুলাই দ্বিতীয় দফায় আসে আরও ২০ লাখ টিকা। এরপর ৩০ জুলাই আরও ৩০ লাখ।
এ ছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। প্রথম দফায় ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় দেয় আরও ছয় লাখ ডোজ।
এদিকে গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে গণমাধ্যমকে বলেন, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। তিনি জানান, কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা চলতি মাসে পাওয়া যাবে।
এদিকে আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং সিনোফার্মের মিলিয়ে সর্বমোট এক কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ ডোজ টিকা দেওয়া হয়েছে।
তাদের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জনকে। ফাইজারের টিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫০ হাজার ২৫৫ জনকে। সিনোফার্মের দেওয়া হয়েছে ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জনকে এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৭৪৭ জনকে।