করোনায় সরকারি চাকরির আবেদনে বয়স ছাড়ের প্রস্তাব
২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর পূর্ণ হওয়া ব্যক্তিরা ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবটি অনুমোদন হলে বয়সের ক্ষেত্রে ২১ মাস পর্যন্ত বিশেষ ছাড় পাবেন চাকরিপ্রার্থীরা। যাঁদের বয়স ২০২০ সালের মার্চ পর্যন্ত ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও এখন সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি বিদ্যমান করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল ও সরকারের নির্দেশনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বর্তমানে দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। সরকারি চাকরিতে আবেদনের এ বয়সসীমা বাড়ানোর দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সরকারের বিভিন্ন পর্যায়ে তাঁরা স্মারকলিপি দিয়ে দাবি জানিয়েছেন। এরই মধ্যে গত বছর মার্চ মাস থেকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ রয়েছে। এতে চাকরিপ্রার্থীরা বিপাকে পড়েছেন। কারণ নিয়োগ পরীক্ষা না হওয়ায় চাকরিপ্রার্থীরা বয়স হারাচ্ছেন। আবার শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা না হওয়ায় তাঁদের বয়সও বেড়ে যাচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, করোনার সময় কমপক্ষে দুই লাখ চাকরিপ্রার্থী তাঁদের চাকরির বয়স হারিয়েছেন। সম্প্রতি কিছু দপ্তর চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করায় বয়সসীমা বাড়ানোর বিষয়টি সামনে আসে।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সবকিছু বিবেচনায় নিয়েই কাজ করতে হচ্ছে। বয়সসীমা বাড়ানোর যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে সবকিছুই পরিষ্কার করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগে যত বিজ্ঞপ্তি প্রকাশ হবে, সেখানে তাঁরা আবেদন করতে পারবেন। করোনার ক্ষতি পুষিয়ে নিতে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রণোদনা দিয়েছি। গত বছর ২৫ মার্চ থেকে যাঁদের চাকরির বয়স শেষ হয়েছে, তাঁরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য বয়স শিথিল করা হচ্ছে। তাঁরা ২১ মাস পর্যন্ত বয়সের ছাড় পাবেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’