পাচার থেকে বাঁচলেও যৌন নিপীড়ন থেকে রক্ষা পায়নি গৃহবধূ
বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুর স্ত্রীকে যৌন নিপীড়ন, এরপর ভারতে পাচারের চেষ্টা। পাচারের আগ মুহূর্তে একটি তালাবদ্ধ ঘর থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে বিজিবি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সামাদ ওই গৃহবধূর বরাত দিয়ে জানান, নাজমুল হোসেনের তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন তারই বন্ধু বাবু। সম্প্রতি বাবু প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পান। ওই ঘরে বাবু তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করেন।
আবদুস সামাদ আরও জানান, বাবুর আগের সন্তানসম্ভবা স্ত্রী বর্তমানে তাঁর বাবার বাড়ি রয়েছেন। সেই সুযোগে বন্ধুর স্ত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার নতুন ঘরে নিয়ে আসেন। কয়েকদিন ধরে ওই নারীকে যৌন নিপীড়ন করে বাবু। শেষে তাকে কৌশলে ভারতে পাচারের উদ্যোগ নেন। গতকাল বুধবার রাতে তাকে নানা প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টা করে ব্যর্থ হয় বাবু। এতে ক্ষিপ্ত বাবু ওই নারীকে যৌন নিপীড়ন শেষে শারীরিক নির্যাতন করেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে বাবু খাবার আনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় বাবু ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখে যান।
এ সময় ওই নারী বাবুর মতলব বুঝতে পেরে ঘরের জানালা খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে বিজিবির তলুইগাছা ক্যাম্পের নায়েক আহসান হাবিব ও ইউপি সদস্য আবদুস সামাদ সবার সহযোগিতা নিয়ে তালা ভেঙে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করেন। এরই মধ্যেই বাবু পালিয়ে যান।
বিজিবির নায়েক আহসান হাবিব জানান, উদ্ধারকৃত ওই নারীকে পুলিশের মাধ্যমে তাঁর বাবা-মায়ের জিম্মায় দেওয়া হবে। তাঁর ডাক্তারি পরীক্ষা করা হতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।